হুমকি মেলের জেরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র সরকার। সম্প্রতি একটি হুমকি ই-মেল পান রাজন। পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস অথবা আইএসএসের নামের উল্লেখ রয়েছে এমন একটি ই-মেল অ্যাড্রেস থেকে (আইএসআইএস৫৮৩৮৪৭@জিমেল ডট কম) পাঠানো মেলটিতে বলা হয়,রাজনকে খুন করা হবে। কারণ, সে জন্য টাকা দেওয়া হয়েছে। রাজন যদি তার চেয়ে বেশি টাকা দেন তবে খুনি তাঁকে খুন না করার কথা ভেবে দেখতে পারে।
রিজার্ভ ব্যাঙ্কের সরকারি ই-মেল অ্যাড্রেসেই ওই মেলটি আসে বলে পুলিশ সূত্রে খবর। তার পরেই পুলিশে খবর দেন রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে ব্যাঙ্কের তরফে বিষয়টি
নিয়ে বিবৃতি দেওয়া হয়নি। ব্যাঙ্কের মুখপাত্র জানান, বার্ষিক ব্যাঙ্ক সম্মেলনের জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে ওয়াশিংটন গিয়েছেন রাজন। তাই এই নিয়ে তাঁর মন্তব্য জানতে সময় লাগবে।
মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা মেলটি কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা করছে। এই বিষয়ে মামলাও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই জি-মেল অ্যাড্রেসটি অল্প কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি দেশ থেকে খোলা হয়েছে। মেলটি পাঠানোর জন্য ব্যবহার করা হয়েছে কোনও ‘প্রক্সি সার্ভার’। কিছু নাইজেরীয় দুষ্কৃতী এই ধরনের কাজে ওস্তাদ। তারাও এ কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে মেলের উৎস জানতে গুগলের সাহায্য নিচ্ছে মুম্বই পুলিশ।
মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) কে পি বক্সী জানিয়েছেন, কেউ ফাঁকা হুমকিও দিয়ে থাকতে পারে। তবে রাজনের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
চেন্নাইয়েও আরএসএস কর্মীদের খুন করার হুমকি দিয়ে আইএসের নামে তামিলনাড়ু পুলিশের ডিজি ও চেন্নাই প্রেস ক্লাবে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।