India

ডাক যোগাযোগ বন্ধ করল পাকিস্তান, একতরফা সিদ্ধান্ত বলে তোপ ভারতের

তাদের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৯:৪৬
Share:

পাকিস্তানের তীব্র সমালোচনা করল ভারত। —প্রতীকী চিত্র।

বালাকোটের পর আকাশসীমা বন্ধ রেখেছিল পাকিস্তান। এ বার ভারতের সঙ্গে ডাক যোগাযোগ বন্ধ করে দিল তারা।

Advertisement

নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সঙ্ঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে, রবিবার পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তার পরেই সোমবার ভারতের সঙ্গে ডাক যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাক সরকার।

তাদের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ইসলামাবাদের এই সিদ্ধান্ত একতরফা এবং আন্তর্জাতিক ডাক বিধির পরিপন্থী বলে মত তাঁর।

Advertisement

পাকিস্তানকে তোপ রবিশঙ্কর প্রসাদের।

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে মন্দার ধাক্কা থাকবে আরও ৫ বছর, শক্তিশালী হবে ভারত, মত আইএমএফ-এর​

এ দিন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘কোনওরকম নোটিস ছাড়া, কিছু না জানিয়ে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তে সরাসরি আন্তর্জাতিক ডাক বিধি লঙ্ঘিত হয়েছে।’’

আরও পড়ুন: শীতকালীন অধিবেশনের মেয়াদ কমাল সরকার​

বছরের শুরুতে, পুলওয়ামা হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীর এবং বালাকোটে জঙ্গি অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। তার পরেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। তবে এতে তাদেরই বিপুল ক্ষতি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement