রতন টাটা। ফাইল চিত্র।
জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে ‘সেবা রত্ন’ পুরস্কার প্রদান করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) পোষিত সংগঠন ‘সেবা ভারতী’।
যদিও শুক্রবার ওই পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে যোগ দেননি ৮৪ বছর বয়সি রতন টাটা। তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। কিছু দিন আগে, ‘পিএম কেয়ার্স ফান্ড’-এর ট্রাস্টি বা অছি সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে শিল্পপতিকে।
রতন টাটার পাশাপাশি এই সম্মানে ভূষিত করা হয়েছে চালসানি বাবু রাজেন্দ্র প্রসাদকেও। এছাড়াও নিঃস্বার্থ সমাজসেবার জন্য ২৪ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এই সম্মান প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিংহ।
‘সেবা ভারতী’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিঃস্বার্থ সমাজসেবা ও সমাজ কল্যাণে অনুদান দেওয়ার জন্য এই সম্মান প্রদান করা হয়েছে।’’