অতি ক্ষুদ্র এক ইঁদুরই শুক্রবার ত্রাহি ত্রাহি রব ওঠাল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমানে। তার জেরেই যাত্রী এবং বিমানকর্মী সমেত বিমানটিকে নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এআই ১২৩ ড্রিমলাইনার বিমানটি ইতালির মিলান শহরে যাচ্ছিল। হঠাত্ই এক কর্মী কেবিন ইঁদুরের মতো কী একটা দেখতে পান। সঙ্গে সঙ্গে পাইলটের কাছে খবর পাঠান ওই কর্মী। কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গে বিমানটির মুখ ঘুরিয়ে দিল্লি ফেরার অনুমতি চান পাইলট। তবে শেষ পর্যন্ত ইঁদুরটিকে খুঁজে পাওয়া যায়নি।
কেন নামিয়ে আনা হল বিমানটিকে?
নামপ্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক কর্মী সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ধারাল দাঁতের সাহায্যে বিমানের তার কেটে দিতে পারে ইঁদুর। বিমানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা তখন বিপর্যস্ত হয়ে যেতে পারে। নিরাপত্তার কথা ভেবে তাই বিমানটিকে নামিয়ে আনা হয়। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দাবি, বিমানে ইঁদুর পাওয়া একটি গ্লোবাল সমস্যা তাই এতে এত হইচইয়ের কিছু নেই।
এর আগেও ইঁদুরের কারণে গত অগস্টে মাঝপথে ফিরিয়ে আনা হয় একটি বিমানকে। ঘটনাটি ঘটে দিল্লিতেই। গত মে মাসেই লেহগামী একটি ডোমেস্টিক ফ্লাইটকে ফিরিয়ে আনে এয়ার ইন্ডিয়া। সে বারও ইঁদুর দেখতে পান বিমানকর্মীরা।
ইদানিং বার বারই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সরকারি এই বিমান সংস্থাটি। কখনও ভিভিআইপিদের জন্য সাধারণ যাত্রীদের অসুবিধা করে দীর্ঘ ক্ষণ বিমান আটকে রাখা। কখনও বা খাবারে আস্ত টিকিটিকি বা মাছি মেলার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তর তোলপাড়ও হয়। চাপে পড়ে তদন্তের নির্দেশ দিলেও এর পিছনে চক্রান্তেরও গন্ধ পায় এয়ার ইন্ডিয়া।