পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রীর মতো সম্মানের জন্য মনোনয়নের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। প্রতীকী ছবি।
পদ্মসম্মান-সহ যাবতীয় সরকারি পুরস্কারের জন্য অনলাইনে একই পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা নেওয়ার বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার। সোমবার ওই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল নামে ওই পোর্টালের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারের সমস্ত মন্ত্রক, দফতর এবং এজেন্সির তরফে প্রদান করা পুরস্কারের মনোনয়ন করা যাবে। অনলাইনে যার ঠিকানা হল— https://awards.gov.in।
পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রীর মতো সম্মানের জন্য মনোনয়নের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। পদ্মসম্মান ছাড়াও জাতীয় গোপাল রত্ন পুরস্কার, বয়স্ক নাগরিকদের জন্য জাতীয় পুরস্কার-সহ একগুচ্ছ পুরস্কারের মনোনয়নে এই পোর্টালটি ব্যবহার করা যাবে। সরকারি সূত্রের দাবি, পদ্মসম্মান-সহ যাবতীয় পুরস্কারের মনোনয়নে স্বচ্ছতা আনতেই কেন্দ্রের তরফে এ পদক্ষেপ করা হয়েছে।