Joint Session Of The Parliament

‘কুরুচিকর ও দুভার্গ্যজনক’! দ্রৌপদীর ভাষণ সম্পর্কে সনিয়ার কটাক্ষের নিন্দা করল রাষ্ট্রপতি ভবন

সংসদে ৫৯ মিনিটে ভাষণে মোদী সরকারের বিভিন্ন ‘সাফল্যের’ কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। সনিয়া কটাক্ষ করে বলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮
Share:
Rashtrapati Bhavan rebuts Congress MP Sonia Gandhi’s comment on President Droupadi Murmu

(বাঁ দিকে) সনিয়া গান্ধী, দ্রৌপদী মুর্মু (ডান দিকে) । —ফাইল ছবি।

কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধীর কটাক্ষের ‘জবাব দিল’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতর। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সাংসদ সনিয়া গান্ধীর মন্তব্য কুরুচিকর, দুর্ভাগ্যজনক এবং বর্জনীয়।’’

Advertisement

শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় প্রথামাফিক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন দ্রৌপদী। প্রায় ৫৯ মিনিট বক্তৃতা করেন তিনি। অধিবেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সনিয়া বলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’’

প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর ওই মন্তব্যের পরেই শাসকদল বিজেপির তরফে প্রতিবাদ জানানো হয়। বিজেপি সভাপতি জেপি নড্ডা সরাসরি গান্ধী-নেহরু পরিবারকে নিশানা করে বলেন, ‘‘মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য ওঁদের জমিদারি মানসিকতার আর একটি উদাহরণ।’’ সংসদের যৌথ অধিবেশনে শুক্রবার রাষ্ট্রপতির ভাষণে প্রত্যাশামতোই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সুখ্যাতি। গত ১০ বছরে মোদী সরকারের প্রকল্প দেশের পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান দ্রৌপদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement