হার্ড কৌর। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের উদ্দেশে কটূক্তি করেছিলেন। গাঁধী হত্যা নিয়ে আক্রমণ করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে। তার জেরে এ বার বিপাকে র্যাপার তথা অভিনেত্রী হার্ড কৌর ওরফে তরণ কৌর ধিলোঁ। বারাণসীতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবতের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করেন হার্ড কৌর। তাতে ২৬/১১-সহ যাবতীয় জঙ্গি হামলার জন্য ভাগবতকে দায়ী করেন তিনি। বিদ্রুপ করেন যোগী আদিত্যনাথকে। তাতে নেটিজেনদের অনেকেই অসন্তুষ্ট হন। বিষয়টি নিয়ে থানায় পৌঁছে যান শশাঙ্ক শেখর নামে বারাণসীর এক আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় যোগী এবং ভাগবতকে অপমান করা হয়েছে বলে অভিযোগ জানান তিনি।
শশাঙ্ক শেখরের অভিযোগের ভিত্তিতে হার্ড কৌরের বিরুদ্ধে পুলিশ ১২৪এ (দেশদ্রোহ), ১৫৩ (সাম্প্রদায়িকতায় উস্কানি), ৫০০ (মানহানি), ৫০৫ (হিংসায় উস্কানি) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। অপরাধ দমন শাখার বিশেষ নজরদারি শাখা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
A post shared by HARDKAUR (@officialhardkaur) on
আরও পড়ুন: গুজরাত দাঙ্গায় মোদীর বিরুদ্ধে অভিযোগ তোলা সেই আইপিএস অফিসারের অন্য মামলায় যাবজ্জীবন
গেরুয়া শিবিরের কট্টর সমালোচক হিসেবেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত হার্ড কৌর। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড-সহ নানা বিষয়ে এর আগেও মুখ খুলেছেন তিনি। তবে বিতর্কেও জড়িয়েছেন বার বার। ২০১৪-য় দিল্লি ইউনিভার্সিটির কমলা নেহরু কলেজের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে কুকথা বলার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। লুধিয়ানার একটি অনুষ্ঠানে মত্ত অবস্থায় দর্শকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে বরাবরই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি।
A post shared by HARDKAUR (@officialhardkaur) on
আরও পড়ুন: মৃত্যু বেড়ে ২, বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত ভাটপাড়া নিয়ে বৈঠক নবান্নে, পৌঁছলেন ডিজি
আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা হলেও ইংল্যান্ডের বার্মিংহ্যামের বাসিন্দা হার্ড কৌর। ‘জনি গদ্দার’, ‘বাচনা অ্যায় হাসিনো’-র মতো একাধিক হিন্দি ছবিতে র্যাপ গেয়েছেন তিনি। ‘পাতিয়ালা হাউজ’-এর মতো হাতে গোনা কিছু ছবিতে অভিনয়ও করেছেন।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।