National News

বালিকা ধর্ষণের শাস্তি ফাঁসি, প্রস্তাব পাশ মধ্যপ্রদেশ মন্ত্রিসভায়

এ ব্যাপারে একটি প্রস্তাব রবিবার মধ্যপ্রদেশ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। একই সঙ্গে অনুমোদিত হয়েছে গণধর্ষণের শাস্তি সংক্রান্ত প্রস্তাবটিও।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৯:৪৩
Share:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ফাইল ছবি।

মধ্যপ্রদেশে ১২ বছর বা তার কম বয়সীদের ধর্ষণের শাস্তি হতে চলেছে মৃত্যুদণ্ড।

Advertisement

এ ব্যাপারে একটি প্রস্তাব রবিবার মধ্যপ্রদেশ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। একই সঙ্গে অনুমোদিত হয়েছে গণধর্ষণের শাস্তি সংক্রান্ত প্রস্তাবটিও। অপরাধীদের শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানোর লক্ষ্যে ভারতীয় দণ্ডবিধির ধরা সংশোধনের প্রস্তাবও এ দিন সর্বসম্মতিতে পাশ হয়েছে মধ্যপ্রদেশ মন্ত্রিসভায়। আইনের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবটি এ বার পাশ করাতে হবে বিধানসভায়।

আরও পড়ুন- পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে পাকিস্তান: রিপোর্ট

Advertisement

আরও পড়ুন- পুলিশ-মৌলবাদী সংঘর্ষে আজও জ্বলছে পাকিস্তান​

মধ্যপ্রদেশে গত কয়েক মাসে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংহ দিনকয়েক আগেই এমন কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement