হুমকি ফোনে আতঙ্ক ছড়াল কাটলিছড়ায়

টেলিফোনে একের পর এক বিশিষ্টজনকে অপহরণের হুমকি দেওয়ার ঘটনায় হাইলাকান্দির কাটলিছড়ায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৩:২৫
Share:

টেলিফোনে একের পর এক বিশিষ্টজনকে অপহরণের হুমকি দেওয়ার ঘটনায় হাইলাকান্দির কাটলিছড়ায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, তিন দিন ধরে এণন ঘটনা ঘটছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কাটলিছড়ার এস কে রায় কলেজের অধ্যক্ষ দীপককান্তি আইচ, শিক্ষক দেবজিৎ দে, মানিক গুপ্ত, প্রদীপ পাল, গ্রাম-পঞ্চায়েত সচিব ইন্দ্রনীল চক্রবর্তী, এসএসএ বাস্তুকার সুদীপ দাস-সহ কয়েক জনকে বার বার ফোন করে টাকা দাবি করছে। তা না দেওয়া হলে অপহরণের হুমকিও মিলছে। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনও মন্তব্য করতে চাননি। যদিয়ও হুমকি পাওয়া ব্যাক্তিরা আতঙ্কিত হওয়ায় এনিয়ে মুখ খুলতে চাইছেন না। পুলিশ সূত্রে খবর, গত কাল এ নিয়ে হাইলাকান্দির পুলিশকর্তাদের সঙ্গে দেখা করেছেন হুমকি পাওয়া ব্যক্তিদের কয়েক জন। তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, একই মোবাইল ফোন থেকে সবাইকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে কাটলিছড়ার ওসি এন সি সিংহ জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। ওই মোবাইল নম্বরের কল-লিস্ট দেখা হচ্ছে। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement