ফাইল ছবি
রাহুল গাঁধীকে এ বার বিয়ে করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র দলিত নেতা রামদাস আটওয়ালে। তাঁর মন্তব্য, ‘‘রাহুল গাঁধী এ বার দলিত কোনও মহিলাকে বিয়ে করুন। তা হলেই তিনি পরিবার পরিকল্পনার এক সময়ের স্লোগান, ‘হাম দো, হামারে দো’-এর অর্থ বুঝতে পারবেন।’’
সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটিকে কটাক্ষ করেন রাহুল গাঁধী। টেনে আনেন পরিবার পরিকল্পনার আদি স্লোগান। রাহুল বলেন, কেন্দ্রীয় সরকার চলছে ‘হাম দো, হামারে দো’ আদর্শে। সেই মন্তব্যের প্রেক্ষিতেই কটাক্ষ করেছেন রামদাস আটওয়ালে।
তিনি বলেছেন, ‘‘পরিবার পরিকল্পনার জন্য এই স্লোগান ব্যবহার করা হত। যদি রাহুল গাঁধী এই স্লোগানটিকে প্রচার করতে চান, তা হলে তাঁকে বিয়ে করতে হবে। তাঁর উচিত মহাত্মা গাঁধীর স্বপ্ন পূরণ করে এক জন দলিত মহিলাকে বিয়ে করা। কেন্দ্রীয় সরকার ভিন্ন জাতে বিয়ের জন্য ২.৫ লক্ষ টাকা অনুদান দিতেও প্রস্তুত।’’
কৃষি আইন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কথা বলতে রাহুল গাঁধী এই কথা বলেছিলেন। যদিও শাসক দল পাল্টা বলে, কৃষি আইন নিয়ে মিথ্যে ছড়াচ্ছে কংগ্রেস। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘‘আসলে এই স্লোগান কংগ্রেসের জন্যই প্রযোজ্য। কারণ সেখানে দু’জন দল চালান, সনিয়া গাঁধী আর রাহুল গাঁধী।’’