মামলা লড়ার খরচ না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের উপর বেজায় চটেছেন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানি।
তিনি বলেন, “অরবিন্দ বা তাঁর সরকার যদি এই টাকা দিতে না পারেন, তা হলে বিনামূল্যেই মামলা লড়ে দেব।” কেজরীবালকে তিনি গরিব ক্লায়েন্ট বলেও কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে আত্মহত্যার ‘পাঠ’ দিয়ে ২০ তলা থেকে ছাত্রের ঝাঁপ!
এ দিকে রাম জেঠমলানি দাবি করে বসেন, মামলা লড়ার জন্য তাঁর ফি মিটিয়ে দিতে হবে কেজরীবালকে। জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরে মামলার খরচের বিল পাঠানো হয় কেজরীবালকে। তাতে বলা হয়েছে, রিটেনারশিপ ফি বাবদ ১ কোটি টাকা এবং প্রত্যেক বার আদালতে দাঁড়ানোর জন্য ২২ লক্ষ টাকা করে ফি দিতে হবে। মোট ১১ বার আদালতে মামলা লড়েছেন জেঠমলানি। সব মিলিয়ে সেই বিল দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লক্ষ টাকা।