Ladakh

‘বদলাচ্ছে বিশ্ব’, লাদাখ পরিস্থিতি প্রসঙ্গে বণিক সভায় রাজনাথ

ফিকি-র ৯৩ তম বার্ষিক সাধারণ সভায় ১৫ জুনের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের সেনা অতুলনীয় সাহস এবং বীরত্বের পরিচয় দিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৭:৫৩
Share:

রাজনাথ সিংহ— ফাইল চিত্র।

বণিক সভা ‘ফিকি’-রবার্ষিক সাধারণ অধিবেশনে লাদাখ পরিস্থিতি নিয়ে সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথসিংহ। সোমবার তিনি বলেন, ‘‘লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) বিনা প্ররোচনায় আগ্রাসনের ঘটনা প্রমাণ করে, আন্তর্জাতিক পরিস্থিতির কী ভাবে পরিবর্তন ঘটছে।

Advertisement

’’গালওয়ান উপত্যকায় ভারতীয়সেনা এবং চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সংঘর্ষের ঘটনা-সহ গত সাত মাসেএলএসি-র বিভিন্ন ঘটনায় বার বার দু’দেশের সামরিক শক্তির তুলনা সামনে চলে আসছে বলে জানান রাজনাথ। ফিকি-র ৯৩তম বার্ষিক সাধারণ সভায় ১৫ জুনের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের সেনা উল্লেখযোগ্য সাহস এবং বীরত্বের পরিচয় দিয়েছে। চিনা সেনার বিরুদ্ধে প্রাণপণে লড়ে তাদের ফিরে যেতে বাধ্য করেছে।’’

শুধু হিমালয়ের তুষারক্ষেত্র নয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি ক্রমশ বদলে যাচ্ছে বলে দাবি করেছেন রাজনাথ। এ ক্ষেত্রে নাম না করে চিনের আগ্রাসী আচরণকে নিশানা করেন তিনি। সীমান্তপারের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে পাকিস্তানেরও বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ‘‘ভারত দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের শিকার।’’

Advertisement

আরও পডুন: ‘লোকেশন ট্র্যাকিং’ তথ্য নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা অ্যাপল-গুগলের

ফিকি-র সভায় সোমবার কৃষি আইনের সমর্থনে প্রতিরক্ষামন্ত্রী সওয়াল করেন। তিনি বলেন, ‘‘কৃষকদের স্বার্থেই কৃষি আইনে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। কৃষক ভাইদের এই বিষয়ে কোনও বক্তব্য থাকলে কেন্দ্রীয় সরকার তা শোনার জন্য প্রস্তুত।’’

আরও পডুন: মঙ্গলবার সন্ধির বৈঠক, সোমবার জিতেন্দ্রর তোপের মুখে মন্ত্রী ফিরহাদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement