নিজস্ব চিত্র
দক্ষিণ সুদানে শান্তি রক্ষার কাজে অনন্য নজিরের জন্য সম্মানিত হলেন ভারতের রাজ্য ও কেন্দ্রীয় স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীরা। এর মধ্যে আলাদা করে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে সম্মান জানানো হল সশস্ত্র সীমা বলের আধিকারিক রাজেশ সিংহকে। দক্ষিণ সুদানের জুবাতে সেক্টর ফিল্ড অধিকারিক হিসাবে সম্মান জানানো হয় রাজেশকে। দক্ষিণ সুদানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানে মূলত উদ্বাস্তুদের ভিড় বেশি, সেখানে শান্তি বজায় রাখতে দিনের পর দিন কাজ করেছেন রাজেশ।
রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বলা হয়েছে, এই গোটা এলাকায় শান্তি বজায় রাখার কাজে দীর্ঘ দিন একক ভাবে কাজ করছেন রাজেশ। ওই এলাকায় কী ভাবে শান্তিশৃঙ্খলা বজায় রাখা যায়, সে বিষয়ে বিশেষ ভূমিকা নিয়েছেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজেও অংশ নিয়েছিলেন তিনি। আর্ত মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা ছিল রাজেশের। এই সমস্ত কাজের জন্যই রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে রাজেশকে একটি পদকও দেওয়া হয়েছে।