Rajasthan College

সব সরকারি কলেজের মূল প্রবেশদ্বারের রং কমলা হতে হবে! নির্দেশ রাজস্থানে, শিক্ষার ‘গৈরিকীকরণ’ বলছে কংগ্রেস

সরকারি কলেজগুলিতে এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে কলেজগুলির প্রবেশদ্বার কমলা রং করিয়ে সেই ছবি শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১২:২৪
Share:

রাজস্থানের সরকারি কলেজগুলিতে নয়া নির্দেশিকা। প্রতিনিধিত্বমূলক ছবি।

এখন থেকে সমস্ত সরকারি কলেজের মূল প্রবেশদ্বারের রং কমলা হতে হবে। রাজস্থানে এমনই নির্দেশ জারি করল সে রাজ্যের বিজেপি সরকার। রাজ্য শিক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কায়াকল্প প্রকল্পের অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে তা চালু করা হবে। রাজ্যের ২০টি সরকারি কলেজকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? শিক্ষা দফতরের যুক্তি, পঠনপাঠনের জন্য ইতিবাচক মনোভাব এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আরও যুক্তি, শিক্ষার পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। কলেজে ঢুকতেই তাঁদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা কাজ করবে, শুধু তা-ই নয়, সমাজে উচ্চশিক্ষা সম্পর্কে ভাল বার্তা পৌঁছে দেবে।

সরকারি কলেজগুলিতে এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে কলেজগুলির প্রবেশদ্বার কমলা রং করিয়ে সেই ছবি শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রঙের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগকে কংগ্রেস কটাক্ষ করে বলেছে, শিক্ষার ‘গৈরিকীকরণ’-এর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

Advertisement

কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠনের নেতা বিনোদ জাখর বলেন, ‘‘কলেজগুলিতে লেকচারারদের পদ ফাঁকা। নিয়োগ হচ্ছে না। কলেজের ভবনগুলির অবস্থা শোচনীয়। রাজ্যের শিক্ষার হাল যেখানে তলানিতে ঠেকেছে, সরকার সেই সব সমস্যা দূর করার চেষ্টা না করে জনগণের টাকায় রাজনীতি করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement