BJP

কৃষকদের পাশে দাঁড়িয়ে এনডিএ ছাড়ল রাজস্থানের দল আরএলপি

বিজেপি ভেঙে দল তৈরি করলেও ২০১৯ লোকসভা ভোটের সময় ফের এনডিএ শিবিরে যোগ দেয় রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। তারপর এই ভাঙন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯
Share:

কৃষক আন্দোলনের জেরে জোট সঙ্গী হারাল বিজেপি।

কৃষক আন্দোলনে চাপে পড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। রাজস্থানে বিজেপির জোটসঙ্গী, এনডিএ-র শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) গেরুয়া শিবির ছেড়ে বেরিয়ে এল। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করলেন দলের সুপ্রিমো হনুমান বেনিওয়াল। এর আগে পঞ্জাবের শিরোমনি অকালি দলও এনডিএ-র সঙ্গ ছেড়েছে।

Advertisement

লোকসভার সাংসদ বেনিওয়াল শনিবার জানিয়েছেন, ‘‘কৃষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন কোনও শক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারব না।’’ রাজস্থানের আলওয়ার জেলায় একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা করেছেন। উল্লেখ্য, বেনিওয়াল রাজস্থানের একজন সাংসদও।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে বিভক্ত হয়ে নিজের দল তৈরি করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি এনডিএ-তে যুক্ত হন। কিন্তু আগাগোড়াই তিনি নয়া কৃষি আইনের বিরোধিতা করে আসছিলেন।

Advertisement

কৃষি আইন নিয়ে বিরোধিতার জেরে পঞ্জাবের শিরোমনি অকালি দল এনডিএ-এর সঙ্গ ছেড়েছে। এ বার সেই তালিকায় রাজস্থানের একটি দলও যুক্ত হল। অন্য দিকে, কৃষকরা নতুন করে কেন্দ্রের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। সিংঘু সীমান্তে শনিবার নিজেদের মধ্যে বৈঠকের পর তাঁরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৯ ডিসেম্বর তাঁরা কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবেন। তবে আলোচনার মূল আলোচ্য বিষয় থাকবে তিনটি কৃষি আইনের প্রত্যাহার।

কিন্তু নয়া কৃষি আইন নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছে কেন্দ্রও। বারবার একাধিক ভাষণে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী— সকলেই কৃষি আইনে পরিবর্তনের ফলে কৃষকদের কী সুবিধা হতে পারে, তা তুলে ধধরতে চেষ্টা করেছেন। কিন্তু তাতে বরফ গলেনি। তার মধ্যে এ বার ধীরে ধীরে চাপ বাড়ছে শরিকদের তরফেও।

আরও পড়ুন: ‘কবর দেব’, মধ্যপ্রদেশে মাফিয়াদের বার্তা শিবরাজের

আরও পড়ুন:ব্রিটেনকে ৫ বছরে, জার্মানি-জাপানকে ১০ বছরে টপকাবে ভারতের অর্থনীতি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement