পরিষেবা কর বৃদ্ধির হাত ধরে ১ জুন থেকেই ০.৫% হারে বাড়তে চলেছে রেল ভাড়া। তবে তা প্রযোজ্য হবে শুধুমাত্র এসি এবং প্রথম শ্রেণির টিকিটের উপর। শনিবার এ কথা জানিয়েছেন রেল মন্ত্রকের এক কর্তা। এ ছাড়া রেলে সব ধরনের পণ্য পরিবহণের উপরও বর্ধিত হারে পরিষেবা কর বসবে। ১ জুন বা তার পর টিকিট কাটলে নতুন ভাড়া কার্যকর হবে। এত দিন এসি এবং প্রথম শ্রেণির ক্ষেত্রে ৩.৭০% হারে পরিষেবা কর বসত। এখন তা বেড়ে হবে ৪.২%। তবে এ জন্য ভাড়া খুব একটা বেশি বাড়বে না বলেই দাবি ওই কর্তার। তিনি জানান, এখন এসি-তে যে-ভাড়া ১,০০০ টাকা, তা মাত্র ১০ টাকা বাড়বে। ২০১২-র ১ অক্টোবরে রেলের যাত্রী ভাড়ায় প্রথম পরিষেবা কর বসিয়েছিল কেন্দ্র। এ বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট প্রস্তাব মতোই নয়া হারে শুল্ক বসছে। শুধু রেল ভাড়াই নয়, একই কারণে ১ জুন থেকেই বাড়ছে সিনেমার টিকিট থেকে লন্ড্রি, বিউটি পার্লার থেকে বিমা, ক্রেডিট কার্ডের বিল মেটানো থেকে কেব্ল বা ডিটিএইচ পরিষেবার খরচও। এরই সঙ্গে বাড়ছে রেস্তোরাঁ এবং মোবাইল বিলও।