Bihar

ট্রেনের কাপলিং খুলতে গিয়ে বিপত্তি! ইঞ্জিন এবং বগির মাঝে আটকে প্রাণ হারালেন রেলকর্মী

শনিবার বারাউনি স্টেশনে লখনৌ-বারাউনি এক্সপ্রেস পৌঁছতে ওই রেলকর্মীর কাঁধে দায়িত্ব পড়ে এক্সপ্রেস থেকে ইঞ্জিনকে আলাদা করার। সেই কাজ করতে গিয়েই মৃত্যু হল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৯:৩১
Share:

কাপলিং খুলতে গিয়ে প্রাণ হারালেন এক রেলকর্মী। ছবি: সংগৃহীত।

স্টেশনে এসে ট্রেন থামার পর ইঞ্জিন বদলানোর জন্য কাপলিং খুলতে গিয়ে বিপত্তি। ইঞ্জিন এবং বগির মাঝে আটকে পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনে।

Advertisement

জানা গিয়েছে, মৃত রেলকর্মীর নাম অমরকুমার রাও। তিনি সোনপুর রেলওয়ে ডিভিশনে কাজ করতেন। শনিবার বারাউনি স্টেশনে লখনৌ-বারাউনি এক্সপ্রেস পৌঁছতে অমরের কাঁধে দায়িত্ব পড়ে এক্সপ্রেস থেকে ইঞ্জিনকে আলাদা করার। সেই কারণে লাইনে নেমে ইঞ্জিন এবং বগির মাঝের কাপলিং খোলার কাজ করছিলেন তিনি। আচমকাই ইঞ্জিনটি পিছনের দিকে সরে আসে। ফলে ইঞ্জিন এবং বগির মধ্যিখান থেকে বার হতে পারেননি অমর।

অমরের চিৎকারে বিষয়টি নজরে আসে স্টেশনে থাকা রেলকর্মীদের। কিন্তু যত ক্ষণে বিষয়টি চালককে জানাতে যান, তত ক্ষণে ইঞ্জিন ছেড়ে চালক চলে গিয়েছিলেন। তাঁকে খুঁজে এনে ইঞ্জিন আবার সামনের দিকে সরানোর কাজ করতে অনেকটাই সময় নষ্ট হয়। ইঞ্জিন এবং বগির মাঝখান থেকে অমরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার গাফলতিতে ওই রেলকর্মীর মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement