National news

‘টি ফর ট্রান্সজেন্ডার’, রেলের টিকিটে জায়গা তৃতীয় লিঙ্গের

সম্প্রতি প্রতিটি জোনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেলওয়ে বোর্ড। খুব তাড়াতাড়ি এই নিয়ম চালু হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৯:৫৪
Share:

—ফাইল চিত্র।

পুরুষ বা মহিলা নয়, ট্রেনে চড়ার জন্য নিজেদের এ বার ট্রান্সজেন্ডার হিসাবেই চিহ্নিত করবে পারবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। কারণ, ট্রেনের টিকিট কাটার ফর্মে এ বার নতুন করে যোগ হবে ‘টি’ অপশন। ‘টি’ অর্থাৎ ট্রান্সজেন্ডার।

Advertisement

সম্প্রতি প্রতিটি জোনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেলওয়ে বোর্ড। খুব তাড়াতাড়ি এই নিয়ম চালু হতে চলেছে।

১৭ অক্টোবর রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ণ মন্ত্রক বর্তমানে তৃতীয় লিঙ্গদের নানা সমস্যা নিয়ে কাজ করছে। মন্ত্রক থেকেই এই সিদ্ধান্তের কথা রেলকে জানানো হয়। তাতে সায় দিয়েছে রেল।

Advertisement

আরও পড়ুন: মুখ ফিরিয়েছিল ব্যাঙ্ক, দরিদ্র শ্রমিকের ছেলে পেল বার্ষিক আট লাখের চাকরি

২০১৪ সালে তৃতীয় লিঙ্গের মর্যাদা পেয়েছে ট্রান্সজেন্ডাররা। সুপ্রিম কোর্টের এই রায়ের আগে বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গের জায়গায় তাঁদের পুরুষ/ স্ত্রী-র মধ্যে ফেলা হত। সুপ্রিম কোর্ট তাঁদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়ার পর পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাঙ্ক ফর্ম অবং ভোটার কার্ডে পুরুষ এবং স্ত্রী কলামের সঙ্গে হয় ‘টিজি’ (ট্রান্সজেন্ডার), ‘ভিন্ন’ লিঙ্গ অথবা ‘টি’ লেখাটি যুক্ত হয়। এ বার রেলও সে দিকে পা বাড়াল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement