—প্রতিনিধিত্বমূলক চিত্র।
শুধু ডিসেম্বর মাসেই কোটি টাকা ক্ষতি হয়েছে ভারতীয় রেলের। বাতিল হয়ে গিয়েছে হাজার হাজার টিকিট। নেপথ্যে একটাই কারণ, কুয়াশা।
শীতের মরসুমে দেশ জুড়ে পর্যটকদের মধ্যে ঘুরতে যাওয়ার হিড়িক লেগেই থাকে। অনেকেই ঘুরতে যাওয়ার ঠিকানা হিসাবে বেছে নেন উত্তর ভারতকে। সেই উত্তর ভারতই রেলের লক্ষ্মীলাভের পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ কুয়াশার চাদরে ঢেকে আছে। ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে বার বার।
কুয়াশায় দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে দৃশ্যমানতা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গিয়েছে। ফলে ট্রেন চালানো যাচ্ছে না। ভোরের দিকে পরিষেবা ব্যাহত হচ্ছে। ট্রেন নিয়ে এগোতেই পারছেন না চালক। একাধিক ট্রেন এই কারণেই নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। যাতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরাও।
উত্তর ভারতে কুয়াশা এবং ট্রেনের সময়ের সমস্যার কারণে অনেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। ফলে এক মাসে প্রায় ২০ হাজার সংরক্ষিত টিকিট বাতিল হয়েছে। মোরাদাবাদ ডিভিশনের ডিআরএম (ডিভিশনার রেলওয়ে ম্যানেজার) রাজ কুমার সিংহ জানিয়েছেন, টিকিট বাতিলের কারণে রেলের প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ওই পরিমাণ টাকা যাত্রীদের ফিরিয়ে দিতে হয়েছে রেলকে।
ওই রেল আধিকারিক ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, মোট বাতিল টিকিটের মধ্যে ৪,২৩০টি বরেলী, ৩,২৩৯টি মোরাদাবাদ, ৩,৯১৭টি হরিদ্বার, ২,৪৪৮টি দেহরাদূন থেকে বাতিল হয়েছে। কুয়াশা এবং আবহাওয়া জনিত পরিস্থিতির জন্য বেশ কিছু ট্রেনও বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে। মার্চ পর্যন্ত আপাতত ৪২টি ট্রেন বাতিল করা হয়েছে।