Indian Rail

Indian Rail: স্বয়ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রুখে দিল মুখোমুখি সংঘর্ষ, পরীক্ষায় সফল রেলের ‘কবচ’

দেশে তৈরি প্রযুক্তিতে রেলের এই স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘কবচ’। মন্ত্রীর উপস্থিতিতে মধ্য রেলের গুল্লা-দক্ষিণ চিটগিড্ডা রেলস্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে একটি ট্রেন চালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ২২:০৯
Share:

পরীক্ষায় নিজেই ট্রেনের মধ্যে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজস্ব চিত্র

দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ রোখার জন্য বিশেষ প্রযুক্তি আনল ভারতীয় রেল। শুক্রবার এই বিশেষ প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হল। এই পরীক্ষায় নিজেই ট্রেনের মধ্যে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১০০ শতাংশ সাফল্য এসেছে পরীক্ষায় বলে জানিয়েছেন রেল।
দেশে তৈরি প্রযুক্তিতে রেলের এই স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘কবচ’। মন্ত্রীর উপস্থিতিতে মধ্য রেলের গুল্লা-দক্ষিণ চিটগিড্ডা রেলস্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে একটি ট্রেন চালানো হয়।

Advertisement

পরীক্ষা শেষ হওয়ার পর এতে অংশ নিয়ে মন্ত্রী নিজের উচ্ছ্বাসকে চেপে রাখতে পারেননি। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘লেভেল ক্রসিংয়ের কাছে ট্রেন আসতেই হুইসেল বাজছে। ট্রেনের চালকে কিছু করতে হচ্ছে না। স্বয়ংক্রিয় হুইসেল পরীক্ষা সফল। মুখোমুখি সংঘর্ষ রোখার পরীক্ষাও সফল।’

ভারতীয় রেলের পক্ষ থেকে নেটমাধ্যমে পোস্ট করে বলা হয়েছে, ‘দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ রোখা সম্ভব হয়েছে। কবচের সাহায্যে সামনে থেকে আসা লোকোর ৩৮০ মিটার দূরে থেমে গিয়েছে অন্য লোকোমোটিভটি।’

Advertisement

এই পরীক্ষায় সময় রেলমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। যে ট্রেনে রেলমন্ত্রী ছিলেন তার উল্টো দিকের ট্রেনে ছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। ‘কবচ’-এ স্বয়ক্রিয় হুইসেলিং এবং দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ রুখে দেওয়ার ব্যবস্থা ছাড়াও রয়েছে জরুরি সময়ে এসএফএস এবং স্বয়ংক্রিয় ব্রেকিং ব্যবস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement