রাহুল গাঁধী। ফাইল ছবি।
বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের বুস্টার টিকা দেওয়া হবে। এ বার এই প্রসঙ্গে কৌশলে মোদী সরকারকেই বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। টুইটে লিখলেন, ‘বুস্টার টিকা নিয়ে কেন্দ্রীয় সরকার আমার পরামর্শ মেনে নিল!’
শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে। পাশাপাশি ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে ১০ তারিখ থেকে।
ওমিক্রন যখন ক্রমেই দেশে ছড়িয়ে পড়ছে, তখন বুস্টার টিকার প্রয়োজনীয়তা নিয়ে বার বার সরব হন চিকিৎসকরা। কেন্দ্র অবশেষ তা মেনে নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। এই প্রসঙ্গেই বুস্টার টিকার প্রয়োজনীয়তার কথা জানিয়ে নিজের পুরনো টুইট তুলে ধরে ঘুরিয়ে মোদী সরকারকেই বিঁধলেন রাহুল গাঁধী। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর বুস্টার টিকার দাবি জানিয়ে টুইট করেছিলেন কেরলের কংগ্রেস সাংসদ।