পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে ফের সরব রাহুল গাঁধী— ফাইল চিত্র।
করোনা পরিস্থিতি সামাল দেওয়ায় ব্যর্থতার অভিযোগ তুলে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছেন তিনি। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এ বার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
মঙ্গলবার টুইটারে রাহুল হিন্দিতে লেখেন, ‘‘মোদী সরকার জানেই না লকডাউন পর্বে কতজন পরিযায়ীর মৃত্যু হয়েছে। কতজন কাজ হারিয়েছেন। আপনি গণনা করেননি বলেই কেউ মারা যাননি? দুঃখের বিষয় হল এই সরকারের কাছে মানুষের মৃত্যু গুরুত্ব পায় না। গোটা বিশ্ব দেখেছিল তাঁরা (পরিযায়ী শ্রমিক) মারা যাচ্ছেন। শুধু মোদী সরকারের কাছেই কোনও খবর ছিল না!’’
সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গোয়ার জানিয়েছিলেন, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য সরকারের কাছে নেই। তারই প্রেক্ষিতে এ দিন মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল। বস্তুত, লকডাউন শুরুর প্রায় পাঁচ মাস পরেও মোদী সরকার স্থানান্তরে যাওয়া শ্রমিকদের কাজ হারানো ও মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য দিতে না পারায় বিরোধী নেতৃত্ব এমনকি, বিজেপির শরিক দলগুলির নেতাদের একাংশও বিস্ময় প্রকাশ করেছেন।
এর আগে লকডাউন পরিস্থিতিতে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু এবং করোনা সঙ্কটে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেন চালিয়ে টাকা আয় করার কেন্দ্রীয় সিদ্ধান্তর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল। গতকাল করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের ব্যর্থতার প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, ‘‘নিজেদের জীবন নিজেরাই বাঁচান। কারণ, প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত।’’
আরও পড়ুন: করোনা নিয়ে মোদীকে ময়ূর-কটাক্ষ রাহুলের
রাহুল গাঁধী এদিন অভিযোগ করেন, মোদী সরকার প্রথম থেকেই পরিযায়ী শ্রমিকদের জীবন ও জীবিকা রক্ষার বিষয়ে নিষ্পৃহ ছিল। তাঁর টুইট, ‘‘মে মাসে আমি যখন দিল্লিতে জন্য আশ্রয় শিবির তৈরি করেছিলাম, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমাকে কটাক্ষ করেছিলেন।’’
আরও পড়ুন: ‘উহান-ল্যাবেই তৈরি করোনা’, বিস্ফোরক চিনা বিজ্ঞানী