রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
কপূর পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ নিয়ে নানা মহলে চর্চার মধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের সঙ্গে দেখা করে, তাঁদের সঙ্গে তোলা একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল লিখেছেন, ‘কাট, কাট, কাট’! ওই পোস্টে রাহুল বলেন, প্রধানমন্ত্রীর উচিত ‘আসল সমস্যা’গুলিকেচিহ্নিত করা।
১৪ ডিসেম্বর রাজ কপূরের জন্মশতবর্ষ। দিল্লিতে সেই উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’ শীর্ষক চলচ্চিত্র উৎসবও। রাজ কপূরের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কপূর পরিবারের সদস্যেরা। এর পরেই নিজের এক্স মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করে মোদী ভারতীয় সিনেমার প্রশংসা করেন। কপূর পরিবারের সদস্যদের সঙ্গে হওয়া সাক্ষাতের কথাও উল্লেখ করেন পোস্টে। দেন একটি ভিডিয়োও। মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে কপূর পরিবারের ভিডিয়োটি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এর পরেই ‘আসল সমস্যা’র দিকে নজর দেওয়া নিয়ে একটি পোস্ট করে মোদীকে কটাক্ষ করেন রাহুল।
এর আগে কপূর পরিবারের সঙ্গে মোদীর ওই সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। তবে সেই পোস্টে তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি। বিতর্কের মুখে অবশ্য সেই পোস্ট তিনি মুছে দিয়েছেন। কংগ্রেস সাংসদ মণিকম টেগোরও মোদীর সঙ্গে কপূর পরিবারের সাক্ষাৎ নিয়ে সরব হয়েছেন। এক্স মাধ্যমে ওই সাক্ষাতের একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘সিনেমার সঙ্গে যুক্ত পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ অর্থমন্ত্রীর পছন্দ হচ্ছে। কিন্তু যখন বিরোধী নেতা রাহুল গান্ধী ব্যাঙ্ক অফিসারদের সঙ্গে দেখা করেন, তখনই সমস্যা! মোদী সরকারে রিলের জীবন আসল জীবনের তুলনায় অগ্রাধিকার পায়।’