রাহুল গান্ধী।
এক দিকে ‘বেকারত্বের অতিমারির’ সঙ্গে যুঝছে দেশ আর অন্য দিকে এক ‘দাম্ভিক রাজার’ ভাবমূর্তি রক্ষা করতে নিরন্তর কোটি কোটি টাকা উড়িয়ে চলেছে কেন্দ্র— এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর পরিচালিত সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় বিতর্কের একদিন পরে হিন্দিতে লেখা ওই পোস্টে রাহুলের দাবি, সংসদের বাদল অধিবেশনে সরকারের কাছ থেকে দেশের মানুষের প্রশ্নগুলির জবাব পাওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু মুখ বন্ধ করতে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘শেষ পর্যন্ত আলোচনা যখন হল তখন সরকার পরিষ্কার বলল যে ‘মূল্যস্ফীতির মতো কোনও সমস্যাই নাকি নেই’! দেশ বেকারত্বের অতিমারির সঙ্গে লড়াই করছে, স্থায়ী রোজগারের পথ নেই কোটি কোটি পরিবারের কাছে। এ দিকে এক দাম্ভিক রাজার ভাবমূর্তি চকমকে কর তুলতে কোটি কোটি টাকা খরচ করছে কেন্দ্র।’’
ওই পোস্টেই সাধারণের পাশে থাকার বার্তা দিয়ে রাহুল আরও লেখেন, ‘‘নিজেদের একা মনে করবেন না। জানবেন, কংগ্রেস আপনার আওয়াজ আর আপনি কংগ্রেসের শক্তি। জনগণের মুখ বন্ধ করার জন্য শাসকের প্রত্যেকটি ফরমানের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের জন্য, কংগ্রেস দল এবং আমি নিজে লড়াই করে যাচ্ছি এবং করতে থাকব।’’
রাহুলের মতে, মূল্যস্ফীতি এবং ‘গব্বর সিংহ ট্যাক্স’ সাধারণ মানুষের আয়ের উপর সরাসরি থাবা বসাচ্ছে। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘‘এই সরকার চায় রাজা যা বলছেন তা আমরা কোনও প্রশ্ন ছাড়াই চুপচাপ মেনে নিই। আমি আপনাদের বলছি, এই একনায়কতন্ত্র মেনে নিয়ে কষ্ট সহ্য করার কোনও প্রয়োজন নেই।... ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ালেই তাঁরা ভয় পেয়ে যাবেন।’’ রাহুলের আরও বক্তব্য, ‘‘আমি কথা দিচ্ছি আমরা ভয় পাব না, ওদের ভয় পাওয়াতেও দেব না।’’
উল্লেখ্য, সোমবার লোকসভায় কেন্দ্রকে মূল্যবৃদ্ধির জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে বিরোধীরা অভিযোগ করে, এখনই পদক্ষেপ না-নিলে খুব তাড়াতাড়ি ‘রান্নাঘরেও লকডাউন’ দেখবে এই দেশ। এই কটাক্ষ উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অবশ্য পাল্টা দাবি, অর্থনৈতিক দিক থেকে অন্তত কোনওরকম ভাবেই সঙ্কটের মুখে দাঁড়িয়ে নেই আমাদের দেশ।