Rahul Gandhi

ঘুষ দিলে চাকরি কর্নাটকে: রাহুল

রাহুলের অভিযোগ, কর্নাটকে ৮০ লক্ষ টাকা ঘুষ দিলে রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টরের চাকরি মিলছে। টাকা থাকলেই কর্নাটকে সরকারি চাকরি কেনা যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ০৮:৫৮
Share:

আলোচনা: বল্লারির সভায় রাহুল গান্ধীর সঙ্গে অশোক গহলৌত। শনিবার। পিটিআই

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি ঘুষ নিয়ে সরকারি চাকরি বিলির অভিযোগকে প্রধান অস্ত্র করছে। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্নাটকে সে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন। রাহুলের অভিযোগ, কর্নাটকে ৮০ লক্ষ টাকা ঘুষ দিলে রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টরের চাকরি মিলছে। টাকা থাকলেই কর্নাটকে সরকারি চাকরি কেনা যাচ্ছে। সমবায় ব্যাঙ্ক থেকে সহকারী অধ্যাপক— সব ক্ষেত্রেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে।

Advertisement

আজ ভারত জোড়ো যাত্রা-র ফাঁকে বল্লারিতে কংগ্রেসের জনসভা ছিল। সেখানেই বিজেপিকে নিশানা করেন রাহুল। আগামী বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন। সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ কংগ্রেসের প্রধান অস্ত্র। কংগ্রেসের অভিযোগ, কর্নাটকে যে কোনও সরকারি কাজে ৪০ শতাংশ কমিশন দিতে হয়। আজ রাহুল বলেন, ‘‘নরেন্দ্র মোদীর জমানায় দেশে ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ। প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতি বছর দু’কোটি যুবকের চাকরি হবে। কোথায় গেল কোটি কোটি চাকরি? কর্নাটকে ২.৫ লক্ষ সরকারি পদ কেন খালি পড়ে রয়েছে? নোট বাতিল, জিএসটি, কোভিডের সময় প্রধানমন্ত্রীর নীতির ফলে উল্টে দেশের ১২.৫ কোটি তরুণ বেকার হয়ে গিয়েছেন।’’ এর সঙ্গেই কর্নাটকে সরকারি চাকরিতে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তোলেন রাহুল। তিনি বলেছেন, ঘুষের টাকা দিতে না পারলে সারা জীবন বেকারই থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর আট বছরের রাজত্বে দেশকে রেকর্ড পরিমাণ বেকারত্ব ও মূল্যবৃদ্ধি দিয়েছেন। যা গত সত্তর বছরে হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement