ফাইল চিত্র।
দিল্লির রাজপথে আটক করা হল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। মঙ্গলবার দ্বিতীয় দফায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই প্রতিবাদে আবারও সরব হয়েছেন কংগ্রেস নেতারা।
ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিজয় চকে বিক্ষোভ প্রদর্শন করছিলেন রাহুল-সহ কংগ্রেসের শীর্ষনেতারা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান রাহুল। সে সময়ই তাঁকে আটক করা হয়। আটক হওয়ার আগে রাহুল বলেন, ‘‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, মোদী রাজা।’’
রাহুলের পাশাপাশি আটক করা হয়েছে কে সি বেণুগোপাল, অধীর চৌধুরী-সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে। মধ্য দিল্লিতে দলের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।
উল্লেখ্য, এর আগেও সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দিল্লির পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতাদের। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের নেতারা।
মঙ্গলবার দ্বিতীয় দফায় সনিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রাহুল ও প্রিয়াঙ্কা গাঁধীর সঙ্গে ইডি দফতরে পৌঁছন সনিয়া।