রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
দলের তহবিলে চাঁদা দিতে কার্পণ্য করবেন না যেন! কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমনই বার্তা দিলেন দলের প্রবীণ নেতাদের।
লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে প্রদেশ কংগ্রেসের নেতা, এআইসিসি-র সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও রাহুল। সেই সময়েই রাহুল দলের প্রবীণ নেতাদের বলেন, “দল হল মায়ের মতো। দলের অর্থ সংগ্রহ অভিযানে কার্পণ্য করবেন না।” এখানেই না থেমে দলীয় কোষাধ্যক্ষ অজয় মাকেনকে রাহুলের প্রশ্ন, “কমল নাথের থেকে
চাঁদা নিয়েছেন?”
প্রসঙ্গত, কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবসের আগে কংগ্রেস ‘ডোনেট ফর দেশ’ নামে অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। খড়্গে, রাহুল ইতিমধ্যেই ১ লক্ষ ৩৮ হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। গত কালের বৈঠকে খড়্গে জানিয়েছেন, এর পরে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্যও ‘ডোনেট ফর ন্যায়’ নামে অর্থ সংগ্রহ অভিযান শুরু হবে।