হিন্দু ও হিন্দুত্ববাদীদের মধ্যে পার্থক্য বোঝালেন রাহুল। ফাইল ছবি।
হিন্দু ও হিন্দুত্ববাদীর মধ্যে ফারাক করলেন রাহুল গাঁধী। গাঁধীজিকে অভিহিত করলেন হিন্দু হিসেবে। কিন্তু রাহুলের কথায়, ‘‘তাঁর হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন হিন্দুত্ববাদী।’’ রাজস্থানের রাজধানী জয়পুরের জনসভায় রাহুল মোদী সরকারকে নিশানা করে তোপ দাগেন নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে। রবিবার কংগ্রেসের জনসভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।
পেট্রল শতরান হাঁকিয়েছে। রান্নার গ্যাস হাজার ছুঁইছুই। পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। জিনিসের দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে ভরা জনসভায় মোদী সরকারকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এই প্রেক্ষিতেই রাহুল টেনে আনেন হিন্দুত্বের প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘আমি এক জন হিন্দু। কিন্তু আমি হিন্দুত্ববাদী নই। আপনারা যাঁরা আছেন, সবাই হিন্দু। মহাত্মা গাঁধীও হিন্দু ছিলেন। কিন্তু নাথুরাম গডসে এক জন হিন্দুত্ববাদী।’’ রাহুল বলেন,‘‘মহাত্মা গাঁধী সারাজীবন দিয়েছিলেন সত্যের সন্ধানে। সেখানে হিন্দুত্ববাদী গডসে তাঁর বুকে তিনটি গুলি মেরেছিলেন।’’
নিজের বক্তব্যের সপক্ষে রাহুল আরও বলেন, ‘‘আমি আপনাদের সামনে এই দুইয়ের পার্থক্য জানাতে চাই। হিন্দুদের পথ হল সত্যের সন্ধান করা। তাতে আমরা মরতেও প্রস্তুত। ভাগবৎ গীতা হিন্দুদের সত্যানুন্ধানের কথা বলে। অন্য দিকে হিন্দুত্ববাদীদের সত্যের সঙ্গে কোনও সম্পর্কই নেই। তারা কেবল ক্ষমতার পিপাসায় ভুগছে। তাঁদের অন্তরে ভরা ঘৃণাই তাঁদের এক মাত্র ভয়।’’
শুধু হিন্দু ও হিন্দুত্ববাদীদের মধ্যে পার্থক্য করাই নয়, রাহুল এ দিন তোপ দাগেন দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়েও। রাহুল বলেন, ‘‘এ দেশ আর নেতারা চালান না। এখন তিন-চার জন পুঁজিপতি মিলে দেশ চালাচ্ছেন।’’
রবিবার সমাবেশের শেষলগ্নে নীরবতা পালনের মধ্যে দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত জেনারেল বিপিন রাওয়ত ও অন্যান্যদের স্মৃতির প্রতি সম্মান জানান রাহুল গাঁধী।