রাহুল গাঁধী। ফাইল চিত্র
করোনার টিকাকরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস এবং কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের বয়ানে ফারাক। তা নিয়ে এ বার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। বিহারে সকলকে টিকা দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তা তুলে ধরে প্রধানমন্ত্রীকেও বিঁধেছেন রাহুল। তাঁর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন।
কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, সকলকে করোনার প্রতিষেধক দেওয়া হবে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়ে দেন, দেশের সকলকে প্রতিষেধক দেওয়ার কথা কখনওই বলেনি সরকার। তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছিল শিবসেনাও। এ বার টুইটে তোপ দাগলেন রাহুল। তাঁর কটাক্ষ,
‘প্রধানমন্ত্রী— সকলে করোনার টিকা পাবেন।
বিহার নির্বাচনে বিজেপি— প্রত্যেক বিহারবাসী করোনার টিকা পাবেন।
এখন, কেন্দ্রীয় সরকার— কখনই বলা হয়নি প্রত্যেককে টিকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর অবস্থান কোনটা?’
করোনার টিকা প্রসঙ্গে যে ৩ ধরনের বক্তব্য উঠে এসেছে সে কথা তুলে ধরেই খোঁচা দিয়েছেন রাহুল।
আরও পড়ুন: শুভেন্দু অধ্যায় ‘ক্লোজড’, দলের অন্দরে স্পষ্ট বার্তা দলনেত্রী মমতার
আরও পড়ুন: ক্ষুদিরামের জন্মদিনে তমলুকে শুভেন্দু, দাদার অনুগামীদের অন্য মিছিল হলদিয়ায়
করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য সামনে আসার পর একই সুরে আক্রমণ শানিয়েছিল শিবসেনাও। দলের রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী প্রশ্ন তোলেন, ‘‘স্বাস্থ্যসচিব বলছেন, সকলকে দেওয়ার প্রয়োজন নেই। আর প্রধানমন্ত্রী বলেছিলেন, কোনও ব্যক্তি বাদ পড়বেন না। তা হলে কি প্রধানমন্ত্রীর কথা ভুল?’’ প্রসঙ্গত, এ দিনই দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন সাড়ে ৩৫ হাজারের বেশি মানুষ। তার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৫ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৬৪৮ জনের।