Rahul Gandhi

আত্মপক্ষ সমর্থন করতে চেয়েছিলাম, শুনে উনি হাসলেন, ‘দেশকে অপমান’ প্রসঙ্গে বললেন রাহুল

চলতি মাসের গোড়ায় লন্ডনে আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই তিনি বলেন, ‘‘ভারতীয় সংসদে বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।’’ যা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৭:৩৭
Share:

বিদেশের মাটিতে দেশের সমালোচনা করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। ফাইল চিত্র।

তাঁর বিরুদ্ধে দেশকে অপমানের অভিযোগ করা হয়েছে, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘‘আমি স্পিকারকে বলেছিলাম আমাকে বলার সুযোগ দেওয়া হোক, যে অভিযোগ আনা হচ্ছে তার প্রেক্ষিতে আমার বক্তব্য জানাতে দেওয়া হোক। উনি খুব একটা আশা দিলেন না।’’

Advertisement

বিদেশের মাটিতে দেশের সমালোচনা করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। ব্রিটেন সফরে তিনি দেশকে অপমান করেছেন বলে অভিযোগ করে তাঁর ‘নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা’র দাবিতে গত চারদিন ধরে লোকসভায় বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের সাংসদেরা। তারই জবাবে নিজের বক্তব্য পেশ করার অনুমতি চেয়েছিলেন কংগ্রেস নেতা তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল। বৃহস্পতিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে রাহুল অভিযোগ করেছেন, ‘‘আমি লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে তাঁকে অনুরোধ করেছিলাম আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, শুনে উনি ওঁর নিজস্ব ঢঙে অদ্ভুত ভাবে হাসলেন। আর খুব একটা আশাও যে দিলেন, তা বলা যায় না।’’

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় লন্ডনে গিয়ে ব্রিটিশ সাংসদ বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সাংসদের একাংশের সঙ্গে আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল। কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইক খারাপ। রাহুল তখন বলেছিলেন, ‘‘ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।’’ বিদেশের মাটিতে তাঁর এই বক্তব্যকে ‘দেশের অপমান’ বলে চিহ্নিত করেছে বিজেপি। রাহুল মুখে না বললেও বুঝিয়েছেন, বিদেশে গিয়ে তিনি যা বলেছেন, বাস্তবে তার সঙ্গেও তা-ই হচ্ছে। তবে মুখে বলেছেন, ‘‘ওঁরা মন্ত্রী বলে অভিযোগের কথা বলতে পারবেন, আর আমি সাংসদ বলে আত্মপক্ষ সমর্থন করতে পারব না? আশা করি শুক্রবার আমি নিজের কথা বলতে পারব সংসদে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement