গাঁধী পদবী ছাড়তে চান রাহুল!

কিন্তু ওই পদবীর জন্যই এখন বিপাকে তিনি। কাউকে ফোন করে নিজের নাম বলতেও ভয় পান আজকাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০২:৪০
Share:

নিজের পদবী থেকে গাঁধী শব্দটি বাদ দিতে চাইছেন রাহুল। ইনি অবশ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নন। মধ্যপ্রদেশের ২২ বছরের এক অখ্যাত যুবক। ইন্দৌরের অখণ্ড নগরের বাসিন্দা রাহুল পেশায় বস্ত্র ব্যবসায়ী।

Advertisement

কিন্তু ওই পদবীর জন্যই এখন বিপাকে তিনি। কাউকে ফোন করে নিজের নাম বলতেও ভয় পান আজকাল। লোকে ভুয়ো ফোন মনে করে কেটে দেয় তাঁর ফোন। কেউ কেউ রসিকতাও করেন অবশ্য।

তাঁর বাবা বিএসএফ-এ কর্মরত অবস্থায় কর্তারা তাঁকে ‘গাঁধী’ বলে ডাকতেন। সেটি পছন্দ হওয়ায় নিজের মালব্য পদবী ত্যাগ করে গাঁধী পদবী গ্রহণ করেছিলেন রাজেশ। আর সেটাই বিড়ম্বনা বাড়িয়েছে ছেলে রাহুলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement