প্রতীকী ছবি।
কোভিডের ভুয়ো রিপোর্ট তৈরির অভিযোগে হরিয়ানার এক প্যাথোলজি ল্যাব থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন অনির্বাণ রায় এবং পরিমল রায়। দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, অনির্বাণের বাড়ি কলকাতায়। আর পরিমল মুর্শিদাবাদের। তাঁরা গুরুগ্রামের সেক্টর ৩০-র অন্তর্গত সৈনিখেরা গ্রামের এই ল্যাবে কাজ করতেন। ওই গ্রামেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দু’জনে।
ড্রাগ কন্ট্রোল আধিকারিক আমনদীপ চৌহান জানান, গুরুগ্রামে করোনার ভুয়ো রিপোর্ট তৈরি হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য সেই রিপোর্ট ব্যবহার হচ্ছে— মুখ্যমন্ত্রীর ফ্লাইং স্কোয়াডের কাছে কয়েক দিন আগে এমনই একটি অভিযোগ আসে।
আমনদীপ বলেন, “ওই অভিযোগ পাওয়ার পরই গুরুগ্রামের মেডিকার্জ প্যাথোলজি ল্যাব অ্যান্ড ট্যুরিজম-এ এক জনকে গ্রাহক সাজিয়ে পাঠানো হয়। তিনি গিয়ে করোনার পজিটিভ রিপোর্ট বানিয়ে দিতে বলেন। ওই ল্যাব থেকে তাঁকে রিপোর্ট বানিয়ে দেওয়া হয়।” তিনি আরও বলেন, “আমরা জানতে পারি গুরুগ্রামের এই ল্যাবের সঙ্গে ডাইনেক্স নামে এক ডায়গনস্টিক সেন্টারের যোগসাজশ রয়েছে। মুখ্যমন্ত্রীর ফ্লাইং স্কোয়াড শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।”
আরও পড়ুন: ডোকলাম মালভূমিতে ফের চিনা তৎপরতা, ধরা পড়ল উপগ্রহ চিত্রে
আমনদীপ জানান, গত দু’মাস ধরে এই চক্র চালাচ্ছিল ওই ল্যাব এবং ডায়গনস্টিক সেন্টারটি। এক একটি টেস্টের জন্য ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হত গ্রাহকদের কাছ থেকে। এখান থেকে করোনার নেগেটিভ রিপোর্ট বানিয়ে বেশ কয়েক জন আমেরিকা গিয়েছেন বলে দাবি আমনদীপের।