ছবি: ইউটিউবের সৌজন্যে
নিজের ওজন না বুঝে ভোজন করার ‘শাস্তি’ পেতে হল একটি ময়ালকে। লোভে পড়া গোটা একটি ছাগলকে গিলে নিয়েছিল ময়াল সাপটি। নিজের ক্ষমতা বুঝে না খাওয়ার ফল ভুগতে হল তাকে। গোটা ছাগলটি খেয়ে নিলেও তা হজম করে উঠতে পারেনি সে। ফলে নড়াচড়াই প্রায় বন্ধ হয়ে যায় ময়ালটির।
ঘটনাটি ঘটেছে অসমের বইহাটা চারিয়ালি গ্রামে। এখানেই দেখা গিয়েছিল ১৫ ফুটের বিশাল এই ময়ালটিকে। গ্রামবাসীরা যখন স্থানীয় একটি মাঠে ময়াল সাপটিকে দেখতে পান তখন সেটির পেট অস্বাভাবিক ফুলে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পূর্ণবয়স্ক ছাগলকে গিলে খেয়েছিল ময়ালটি। এরপর থেকেই চলন ক্ষমতা হারিয়ে ফেলে সেটি।
আরও পড়ুন: স্টান্ট দেখাতে গিয়ে কুমিরের খপ্পরে স্টান্টম্যান, দেখুন ভিডিও
দেখুন সেই ভিডিও
বনবিভাগের কর্মীরা এসে ময়ালটির মুখ ও লেজ দড়ি দিয়ে বেঁধে সেটিকে সরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সাপটিকে কতক্ষণ পরে জঙ্গলে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল তা জানা যায়নি।
পুরো ঘটনাটি ভিডিও করেন স্থানীয়রাই। তা পোস্টও করা হয় সোশ্যাল মিডিয়ায়। আর পোস্ট হওয়ার দু’দিনের মধ্যেই তা ভাইরাল। এখনও পর্যন্ত ১১ লক্ষ ৬০ হাজার ৫৯১ ভিউয়ার দেখেছেন ভিডিওটি।