আপ নেতা ফৌজা সিংহ সারারি। ছবি: সংগৃহীত।
বেশ কয়েক মাস আগে আর্থিক তছরুপ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে আজ পঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আপ নেতা ফৌজা সিংহ সারারি। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন পাটিয়ালার আপ বিধায়ক বলবীর সিংহ। এই নিয়ে পঞ্জাবের আপ সরকারের দ্বিতীয় মন্ত্রীকে দুর্নীতির দায়ে পদত্যাগ করতে হল।
সারারি অবশ্য দাবি করেছেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন। এ-ও জানিয়েছেন, তিনি দলের প্রতি অনুগত ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। গত বছর জুলাই মাসে মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছিল সারারিকে। সেপ্টেম্বরে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে। যাতে সারারি ও তাঁর ঘনিষ্ট সহযোগী তারসেম লাল কপূরের গলা শোনা যায়। ওই ক্লিপ থেকে স্পষ্ট তাঁরা আর্থিক দুর্নীতিতে জড়িত। দু’জনকে শস্যদানা পরিবহণ নিয়ে ছক কষতে শোনা গিয়েছিল। যদিও সারারি গোড়া থেকে দাবি করে এসেছেন, অডিয়ো ক্লিপটি ভুয়ো।
আজ সকালে পদত্যাগ করেন সারারি। আগেই পঞ্জাবের আপ প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান তাঁকে নোটিস ধরিয়েছিলেন। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর বাদলের বক্তব্য, শুধু পদত্যাগে পঞ্জাবিদের সন্তুষ্ট করা যাবে না। সারারির শাস্তি চাই। তিনি টুইট করেন, ‘‘মন্ত্রী ফৌজা এস সারারির ইস্তফায় পঞ্জাবিরা সন্তুষ্ট হবে না। যে দুর্নীতি উনি করেছেন, তার শাস্তি চাই। মাসের পর মাস পেরিয়ে গিয়েছে, এখন ওঁর এই পদত্যাগে স্পষ্ট, আপ সরকারও এই ঘটনায় জড়িত রয়েছে। যে আর্থিক দুর্নীতি উনি করেছেন, তাতে ওঁকে গ্রেফতার করা উচিত। ওই অডিয়ো টেপ কেলেঙ্কারি সরকারের চাপা দেওয়া ঠিক নয়।’’ উল্টো দিকে পঞ্জাব কংগ্রেসের প্রধান রাজা অমরেন্দ্র ওয়ারিং জানিয়েছেন, ফৌজার পদত্যাগে আপ নিজেদের পিঠ বাঁচিয়ে নিল। তাঁর কথায়, ‘‘শুধু পদত্যাগ করিয়ে হাত গুটিয়ে নেওয়া ঠিক নয়। বিশদে তদন্ত হওয়া উচিত।’’ পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া আরও এক ধাপ এগিয়ে বলেছেন, শীঘ্রই আরও দুই ‘দুর্নীতিগ্রস্ত’ নেতার বিরুদ্ধে প্রমাণ এনে দেবে বিজেপি।
এই নিয়ে দ্বিতীয় বার পঞ্জাব আপ সরকারের কোনও মন্ত্রী দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন। গত বছর মে মাসে দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার হয়েছিলেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্ঘলা। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁকে বরখাস্ত করেছিলেন।