Punjab

Punjab: কথা রাখলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত, পঞ্জাবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ১ জুলাই থেকে

আগামী ১ জুলাই থেকে পঞ্জাবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে। সোমবার বাজেট পেশ করতে গিয়ে এ কথা ঘোষণা করলেন সে রাজ্যের অর্থমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১৪:৫২
Share:

ফাইল চিত্র।

পঞ্জাববাসীদের জন্য বড় ঘোষণা করল আম আদমি পার্টির সরকার। জানিয়ে দেওয়া হল, আগামী ১ জুলাই থেকে বিনামূল্যে মিলবে বিদ্যুৎ পরিষেবা। সোমবার সরকারের প্রথম বাজেট পেশ করতে গিয়ে এ কথা ঘোষণা করেছেন পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিংহ চিমা।

Advertisement

উল্লেখ্য, পঞ্জাবে বিধানসভা নির্বাচনে চমকপ্রদ জয়ের পর মসনদে বসার এক মাস পূর্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে বিনামূল্যে প্রতি মাসে ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান।

Advertisement

এক কোটি ৫৫ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছে আপ সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে ১১ হাজার ৫৬০ কোটি টাকা বরাদ্দ করেছে ভগবন্ত মান সরকার। খড় পোড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। আগামী পাঁচ বছরে সে রাজ্যে ১৬টি মেডিক্যাল কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে পঞ্জাব সরকার। পড়ুয়াদের স্কলারশিপের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement