Pune

ক্রিকেট খেলতে গিয়ে সজোরে বল এসে লাগল গোপনাঙ্গে! মাটিতে লুটিয়ে পড়ল কিশোর, মৃত্যু ঘটনাস্থলেই

ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল শৌর্য। তার হাতে ছিল বল। ব্যাট করছিল অন্য এক কিশোর। দেখা যায়, শৌর্য বল করার পর ব্যাট দিয়ে সেই বল সজোরে মারে খুদে ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১২:৩৮
Share:

মৃত কিশোর। ছবি: সংগৃহীত।

ক্রিকেট খেলার সময় গোপনাঙ্গে বল লেগে মৃত্যু হল এক কিশোরের। মহারাষ্ট্রের পুণে শহরের ঘটনা। ১১ বছর বয়সি নিহত ওই কিশোরের নাম শৌর্য। পুরো ঘটনার ভিডিয়ো ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল শৌর্য। তার হাতে ছিল বল। ব্যাট করছিল অন্য এক কিশোর। দেখা যায়, শৌর্য বল করার পর, ব্যাট দিয়ে সেই বল সজোরে মারে খুদে ব্যাটার। বলটি সরাসরি শৌর্যের গোপনাঙ্গে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে সে। শৌর্যের বন্ধুরা সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে আসে। বন্ধুদের মধ্যে এক জন তাকে তোলার চেষ্টা করে। কিন্তু সে উঠে দাঁড়াতে পারেনি। শৌর্যকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement