Uttar Pradesh

Uttar Pradesh: লাঠির ঘা পড়ছে, পরিত্রাহী চিৎকার করছেন বন্দিরা, প্রকাশ্যে উত্তরপ্রদেশের লকআপের ভিডিয়ো

দাবি করা হচ্ছে, ভিডিয়োটি সাহারানপুরের। যাঁদের পেটানো হচ্ছে তাঁরা বিক্ষোভকারী। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১২:৪২
Share:

বন্দিদের পেটানোর দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

লাঠি দিয়ে কয়েক জনকে পেটাচ্ছেন দুই পুলিশকর্মী। একের পর এক লাঠির ঘা পড়ছিল তাঁদের পা, কোমরে। আর পরিত্রাহী চিৎকার করছিলেন তাঁরা। এমনই একটি ভিডিয়ো টুইট করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ভিডিয়ো পোস্ট করে উত্তরপ্রদেশে লকআপে বন্দি মৃত্যুর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

দাবি করা হচ্ছে, ভিডিয়োটি উত্তরপ্রদেশের সাহারানপুরের কোতওয়ালি থানার। যাঁদের পেটানো হচ্ছে তাঁরা বিক্ষোভকারী। তাঁদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো পোস্ট করে অখিলেশ টুইট করেন, ‘লকআপে এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরব হওয়া উচিত। না হলে ন্যায়বিচার পাবে না ইকবালরা।’ রাজ্যের পুলিশ প্রশাসন নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ।

তিনি টুইট করেন, ‘লকআপে বন্দি মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ শীর্ষে। মানবাধিকার লঙ্ঘনে এক নম্বরে। দলিত নিপীড়নেও শীর্ষে।’ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে সাহারানপুরের এসএসপি আকাশ তোমর দাবি করেছেন, এটি সাহারানপুরের ঘটনা নয়। তাঁর কথায়, “ভিডিয়োটি দেখিনি। তবে আমার জেলায় এই ধরনের ঘটনা ঘটেনি। জানিও না এই ঘটনা কোথাকার। কী কারণে এই ঘটনা তা-ও জানা নেই। তবে এই ঘটনা কোথাকার তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও পুলিশকর্মী দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

বিজেপির নিলম্বিত (সাসপেন্ড) মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তরপ্রদেশের নানা জায়গায় বিক্ষোভ চলছে। অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট ২২৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement