Jammu and Kashmir

Jammu and Kashmir: বদগামে কাশ্মীরি পণ্ডিত খুনের জেরে দফায় দফায় বিক্ষোভ, ফের অশান্তি উপত্যকায়

বৃহস্পতিবার বদগাম জেলার ছাদুরায় রাহুল ভট্ট নামে ওই সরকারি কর্মীকে তাঁর দফতরে ঢুকে খুন করেছিল জঙ্গিরা। তার জেরে শুক্রবার অশান্তি ছড়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৬:০৫
Share:

কাশ্মীরি পণ্ডিত খুনের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: পিটিআই।

জঙ্গিদের গুলিতে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের ঘটনার জেরে দিনভর অশান্তি ছড়াল উপত্যকায়। বদগাম-সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। হিন্দু পণ্ডিতের খুনের প্রতিবাদে বিক্ষোভ হয় জম্মুতেও।

বৃহস্পতিবার বদগাম জেলার ছাদুরায় রাহুল ভট্ট নামে ওই সরকারি কর্মীকে তাঁর দফতরে ঢুকে খুন করেছিল জঙ্গিরা। রাহুলের বাড়ি বদগামেরই শেখপুরায়। সেখানে পুনর্বাসিত পণ্ডিতদের একটি মহল্লায় থাকতেন তিনি। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন প্যাকেজের আওতায় চাকরি পেয়েছিলেন সরকারি নিয়োগ বিষয়ক দফতরে।

Advertisement

রাহুলের স্ত্রী মীনাক্ষী শুক্রবার বলেন, ‘‘আমার স্বামী বেশ কিছু দিন ধরেই আশঙ্কা করছিলেন, তাঁকে খুন করা হতে পারে। তাই বদলি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু তাঁকে বদলি করা হয়নি।’’ কেন্দ্রের শাসকদল রাজনীতির স্বার্থে কাশ্মীরি পণ্ডিতদের ‘বলির পাঁঠা’ করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement