National Education Policy

শিক্ষানীতি: দেশ জুড়ে বিক্ষোভ ২১ ফেব্রুয়ারি

রবিবার সারা ভারত সেভ এডুকেশন কমিটির কর্মসমিতির বৈঠকে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনকে আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০৮:৩০
Share:

দক্ষিণের মতো ভারতের পূর্ব, উত্তর ও পশ্চিম অঞ্চলেও কনভেনশন হবে। প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গের পাশাপাশি দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্যও কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির প্রস্তাবনার পর্ব থেকেই তার প্রতিবাদে মুখর। সেই প্রতিবাদকে সর্বভারতীয় ক্ষেত্রে আরও জোরদার করে তোলার জন্য ২১ ফেব্রুয়ারি, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে বেছে নিয়েছে সারা ভারত সেভ এডুকেশন কমিটি। তারা জানাচ্ছে, ওই তারিখে দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে। ওই দিন বিক্ষোভ দেখানো হবে দেশের সব জেলায়। দক্ষিণের মতো ভারতের পূর্ব, উত্তর ও পশ্চিম অঞ্চলেও কনভেনশন হবে।

Advertisement

রবিবার সারা ভারত সেভ এডুকেশন কমিটির কর্মসমিতির বৈঠকে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনকে আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটি প্রথম থেকেই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। হিন্দিকে একমাত্র সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম করা এবং ইংরেজির গুরুত্বকে লঘু করার কেন্দ্রীয় প্রচেষ্টার বিরুদ্ধে এ বার সারা দেশে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই সংগঠনের সদ্য নির্বাচিত সম্পাদক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণকান্তি নস্কর। তিনি জানান, আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির যৌথ কনভেনশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তার পরেই দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

এ ছাড়া ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অ্যাকাডেমিক ব্যাঙ্ক অব ক্রেডিট, উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি ও এগ্‌জ়িট পদ্ধতি চালু করার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তরুণকান্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement