Priyanka Gandhi

শুধু গেরুয়া পরলেই হয় না, ধর্মপালন করতে হয়, যোগীকে তোপ প্রিয়ঙ্কার

‘বদলা’ মন্তব্য নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নেন প্রিয়ঙ্কা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:৫১
Share:

ফের যোগীকে তোপ প্রিয়ঙ্কার।

‘বদলা’ মন্তব্য নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফের এক হাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর কথায়, ‘‘হিন্দু ধর্মের প্রতীক গেরুয়া। তাতে প্রতিশোধ, হিংসা এবং শত্রুতার কোনও জায়গা নেই। তাই শুধুমাত্র গেরুয়া পরলেই হয় না। আগে ধর্ম পালন শিখতে হয়।’’

Advertisement

সোমবার লখনউয়ে সাংবাদিক বৈঠকে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার মনে হয়, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী নাগরিকদের উপর বদলা নেওয়ার কথা বললেন। আর ওঁর অভিপ্রায় সুনিশ্চিত করার ব্যবস্থা করছে রাজ্যের পুলিশ।’’

প্রিয়ঙ্কা আরও বলেন, ‘‘ভারত ভগবান শ্রীকৃষ্ণ এবং রামের দেশ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও একবারের জন্যও অর্জুনকে বদলা নেওয়ার কথা বলেননি কৃষ্ণ। হিন্দু ধর্মে বদলার কোনও জায়গা নেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী গেরুয়া বস্ত্র পরেন। কিন্তু এই গেরুয়া আপনার নয়। এর সঙ্গে দেশবাসীর ধর্মীয় আস্থা জড়িয়ে। তাতে বদলা, হিংসা এবং শত্রুতার কোনও জায়গা নেই। তাই শুরু গেরুয়া পরলেই হয় না, সেই ধর্ম কী করে পালন করতে হয়, তা-ও শিখতে হয়।’’

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভ চরম আকার ধারণ করলে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। তা নিয়ে বিক্ষোভকারীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন রাজ্যের মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘‘সরকারি সম্পত্তি নষ্ট করায় যাঁরা জড়িত, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়িয়ে ক্ষতিপূরণ করা হবে। আমাদের কাছে সব ঘটনার ভিডিয়ো এবং সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা বদলা নেব‌।’’ এই মন্তব্যকে হাতিয়ার করেই তাঁর বিরুদ্ধে আক্রমণে শান দিলেন প্রিয়ঙ্কা।

এ ছাড়াও, বিক্ষোভকারীদের উপর পুলিশি অত্যাচারের বিচারবিভাগীয় তদন্ত চেয়ে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলকে চিঠি দেন প্রিয়ঙ্কা। তাঁর অভিযোগ, ‘‘আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে ইচ্ছাকৃত ভাবে রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্য এবং দমনমূলক আচরণ করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement