মোদী টুইট করে জানিয়েছেন, লতার নামাঙ্কিত এই পুরস্কারে ভূষিত হয়ে তিনি অত্যন্ত গর্ব বোধ করছেন। লতা মঙ্গেশকরকে ‘দিদি’ বলে সম্বোধন করে তিনি বলেন, ‘লতা দিদিও স্বপ্ন দেখতেন শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার।’
ছবি: টুইটার। —নিজস্ব চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন। রবিবার অর্থাৎ ২৪ এপ্রিল মুম্বইতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। মোদীই প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার পেলেন।
এই বছর থেকে শুরু করে প্রতি বছর গীতিকার লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুরস্কারটি দেওয়া হবে। দেশ, সমাজ ও জনতার কল্যাণে যাঁরা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, তাঁদের উদাহরণ হিসেবে সামনে আনতে এই পুরস্কার প্রদান করা হবে।
মোদী টুইট করে জানিয়েছেন, লতার নামাঙ্কিত এই পুরস্কারে ভূষিত হয়ে তিনি অত্যন্ত গর্ব বোধ করছেন। লতা মঙ্গেশকরকে ‘দিদি’ বলে সম্বোধন করে তিনি বলেন, ‘লতা দিদিও স্বপ্ন দেখতেন শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার।’