Hockey India

শুধু ক্রিকেট নয়, পহেলগাঁও কাণ্ডের প্রভাব হকিতেও, এশিয়া কাপে পাকিস্তানকে খেলতে দেওয়া হবে কি?

ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও পাকিস্তানিকেই ভারতে আসার কোনও রকম ভিসা দেওয়া হবে না। সেই অনুযায়ী পাকিস্তান দলের পক্ষে ভারতে আসা সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২৩:০১
Share:
Pak Hockey

পাকিস্তান হকি দল। —ফাইল চিত্র।

এই বছর হকির এশিয়া কাপ ভারতে। সেখানে পাকিস্তান খেলতে পারবে? ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও পাকিস্তানিকেই ভারতে আসার কোনও রকম ভিসা দেওয়া হবে না। সেই অনুযায়ী পাকিস্তান দলের পক্ষে ভারতে আসা সম্ভব নয়।

Advertisement

২৭ অগস্ট থেকে শুরু এ বারের এশিয়া কাপ। এখনও বেশ কয়েক মাস সময় রয়েছে। এর মধ্যে পরিস্থিতির বদল না হলে পাকিস্তান দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে না। এশিয়া কাপে ভারত, পাকিস্তান ছাড়াও খেলার কথা দক্ষিণ কোরিয়া, চিন, জাপান এবং মালয়েশিয়া। আরও দু’টি দল যোগ্যতা অর্জন করে আসবে।

মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। অনেকে এখনও হাসপাতালে ভর্তি। এর মধ্যেই ভারত সরকার ঘোষণা করেছে, যে ক’জন পাকিস্তানি ভারতে রয়েছেন, তাঁদের দেশ ছেড়ে চলে যেতে। নতুন করে কোনও ভিসার আবেদন মঞ্জুর করা হবে না। এমন অবস্থায় বিহারের রাজগিরে এশিয়া কাপ পাকিস্তান খেলতে পারবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

Advertisement

এখনই কোনও রকম সিদ্ধান্তে আসতে নারাজ হকি ইন্ডিয়া। হাতে সময় রয়েছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তানের ম্যাচগুলি ভারতের বাইরে কোথাও আয়োজন করার ব্যবস্থাও করা যেতে পারে। ক্রিকেটে যেমন এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে পাকিস্তানে যায়নি। তারা সব ম্যাচ খেলেছিল দুবাইয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement