National news

রেকর্ড গড়ল ডিজেল, আরও দামি পেট্রল

এমনিতেই জ্বালানি তেলের দামে দক্ষিণ এশিয়ায় এক নম্বর স্থানে রয়েছে ভারত। তার উপর নতুন করে দাম বৃদ্ধি। এর ফলে পরিবহণ শিল্পের উপর চাপ আরও খানিকটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সং‌স্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ১৭:১৭
Share:

পেট্রল পাম্প। ফাইল চিত্র।

দামের রেকর্ড গড়ল জ্বালানি তেল।

Advertisement

পেট্রলের দাম বেড়ে গত চার বছরের মধ্যে রেকর্ড করল আজ। রবিবার থেকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৩ টাকা ৭৩ পয়সা। এর আগে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বরে দিল্লিতে পেট্রলের দাম উঠেছিল ৭৬ টাকা ০৬ পয়সায়।

কলকাতায় এই মুহূর্তে পেট্রলের দাম লিটার প্রতি ৭৬ টাকা ৪৪ পয়সা।

Advertisement

আর আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ডিজেল। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৪ টাকা ৫৮ পয়সা। কলকাতায় তা ৬৭ টাকা ২৭ পয়সা।

এমনিতেই জ্বালানি তেলের দামে দক্ষিণ এশিয়ায় এক নম্বর স্থানে রয়েছে ভারত। তার উপর নতুন করে দাম বৃদ্ধি। এর ফলে পরিবহণ শিল্পের উপর চাপ আরও খানিকটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দুই শিক্ষকের হাতেই অর্থনীতি প্রশ্ন ফাঁস, দিল্লিতে গ্রেফতার তিন

আরও পড়ুন: কাশ্মীর সংঘর্ষ: নিহত ১১ জঙ্গি, ২ জওয়ান, ১ সাধারণ নাগরিক

বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্র যদি অবিলম্বে জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক না কমায়, তবে সমস্যা আরও জটিল হবে। ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোট ন’বার পেট্রল, ডিজেলে অন্তঃশুল্ক বাড়িয়েছে মোদী সরকার। কমিয়েছে মাত্র এক বার। তেলমন্ত্রক বারবার অন্তঃশুল্ক কমানোর আর্জি জানালেও, চলতি বছর অরুণ জেটলির বাজেটে তা উপেক্ষিত থেকেছে।

নতুন ঘোষণার পর পেট্রল এবং ডিজেল- দু’য়ের দাম লিটার প্রতি ১৮ পয়সা করে বৃদ্ধি পেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement