ফাইল চিত্র।
বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১৯ সালের ভিজিটর্স পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল রাষ্ট্রপতির সচিবালয়। গবেষণায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহ দেওয়ার জন্য যা চালু হয়েছিল ২০১৪ সালে।
কলা, সমাজবিজ্ঞান থেকে শুরু করে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানের মতো নানা বিষয়ে যাঁদের নাম ঘোষিত হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের ফলিত মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক শিবনাথ দেব। যিনি কাজ করেছেন শিশু নির্যাতন, পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উপরে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাওন রায় চৌধুরীর নাম এই তালিকায় রয়েছে ডেয়ারির বর্জ্য জলকে জৈব সারে রূপান্তরের পদ্ধতি বার করার জন্য। বেঙ্গালুরুতে জন্ম শাওনের পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি কাজ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। তাঁর কথায়, ‘‘এই সাফল্য এখানে সবার বহু বছরের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।’’