কেজরীকে জোটে টানতে কথা মমতার

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের মঞ্চে যোগ দিতে অরবিন্দ কেজরীবালকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০৩:৪৩
Share:

বৈঠক: কেজরীবালের সঙ্গে মমতা। ছবি: পিটিআই।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের মঞ্চে যোগ দিতে অরবিন্দ কেজরীবালকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আজ সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, কেজরীবালকে মমতা বলেন— রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই ঘিরে বিরোধী ঐক্য তৈরি করাটাই এখন সমস্ত ধর্মনিরপেক্ষ, সমমনস্ক দলের আশু কর্তব্য। তাই বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং কংগ্রেসকে একই সঙ্গে আক্রমণ করে গেলে কেজরীর আদপে কোনও লাভ হবে না। বরং এই মুহূর্তে বেশি প্রয়োজন, নরেন্দ্র মোদী-বিরোধী মঞ্চকে জোরদার করা।

বস্তুত, কেজরীবালকে তিনি যে এই কথা বলবেন, কাল সনিয়া গাঁধীকে তা জানিয়েছিলেন মমতা। দলীয় সূত্রের বক্তব্য, রাষ্ট্রপতি ভোট নিয়ে আগামী সপ্তাহে সব বিরোধী দলের বৈঠকে বসার কথা। তাতে যোগ দিতে ফের দিল্লি আসবেন মমতা। কেজরীর সঙ্গে বৈঠকের পরে মমতা বলেন, ‘‘ওঁর সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়েছে। কথা হয়েছে রাষ্ট্রপতি ভোট নিয়েও। কাল যেটা বলেছিলাম, আজ সেই কথাই বলছি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’’

Advertisement

প্রথমে কথা ছিল, চলতি সপ্তাহেই কনস্টিটিউশন ক্লাবে ঘটা করে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে একজোট হওয়ার ঘোষণা করবে বিরোধী দলগুলি। কিন্তু পরে ঠিক হয়, সরকারের পছন্দের নামের জন্য এক সপ্তাহ অপেক্ষা করা হোক। এ ব্যাপারে সনিয়া একমত হন মমতার সঙ্গে। সূত্রের খবর, সনিয়া সম্ভাব্য কিছু নাম নিয়ে কথা বলেছিলেন। কিন্তু মমতা আজও তাঁর ঝুলি থেকে কোনও নাম বার করতে চাননি।

আগামিকাল দুপুরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিমানেই কলকাতা ফিরছেন মমতা। বিমানবন্দর থেকে একই সঙ্গে সোনারপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস’-এর উদ্বোধন করতে যাবেন তাঁরা। কারও কারও মতে, মমতা দেখে নিতে চাইছেন, মোদী সরকার ফের প্রণববাবুর নাম প্রস্তাব করে কি না। যদি দেখা যায় আরএসএস-প্রস্তাবিত কোনও অন্য নাম আনছে এনডিএ সরকার, তখন বিরোধী প্রার্থী বাছাই করা হবে। বিজেপি সূত্রের অবশ্য বক্তব্য, এই প্রথম সুযোগ এসেছে রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনার। স্বাভাবিক ভাবেই আরএসএস-এর পছন্দ সেখানে প্রাধান্য পাবে। কাল সনিয়া জানান, শরদ পওয়ারের নাম সমর্থন করবে না কংগ্রেস। আবার দ্রৌপদী মুর্মুর মতো প্রার্থীকে বিজেপি দাঁড় করালে দলিত কন্যা, প্রাক্তন স্পিকার মীরা কুমারের নাম ভেবে রেখেছেন কংগ্রেস সভানেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement