দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে আগামী ২৭ অগস্ট শপথগ্রহণ করতে চলেছেন বিচারপতি ললিত। ফাইল চিত্র।
সুপ্রিম কোর্টের ৪৯তম প্রধান বিচারপতি হিসাবে আগামী ২৭ অগস্ট শপথগ্রহণ করতে চলেছেন বিচারপতি উদয় উমেশ ললিত। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে বিচারপতি ললিতের নিযুক্তির কথা ঘোষণা করেছেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণা গত বৃহস্পতিবার প্রথা মেনে তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি ললিতের নাম ঘোষণা করেছিলেন। তবে সাংবিধানিক প্রথা মেনে এ বিষয়ে রাষ্ট্রপতির চূড়ান্ত মঞ্জুরি প্রয়োজন ছিল। সেই প্রক্রিয়া শেষ হল বুধবার।
বিচারপতি ললিত অবশ্য তিন মাসেরও কম সময়ের জন্য প্রধান বিচারপতির পদে থাকবেন। চলতি বছরের ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। বিচারপতি এসএস সিক্রির পর তিনিই হবেন দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করে প্রধান বিচারপতি হিসাবে কর্মজীবন শেষ করবেন।
১৯৫৭ সালের ৯ নভেম্বর মহারাষ্ট্রে বিচারপতি ললিতের জন্ম। তাঁর বাবা বাবা ইউ আর ললিতও ছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। ১৯৮৩ সালে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন বিচারপতি ললিতের। ১৯৮৫ পর্যন্ত তিনি বম্বে হাইকোর্টের আইনজীবী ছিলেন। ১৯৮৬ সালে দিল্লি হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ২০১৪ সালের অগস্টে সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি।