স্টেশনে ছড়িয়ে রয়েছে আবর্জনা। ছবি: এক্স।
মাস কয়েক আগেই উদ্বোধন হয়েছে অযোধ্যা রেলস্টেশনের। এর মধ্যেই বেহাল দশা। স্টেশনে ছড়িয়েছিটিয়ে রয়েছে আবর্জনা। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার পরেই স্টেশন সাফাইয়ের দায়িত্বে থাকা ঠিকাদারকে জরিমানা করল ভারতীয় রেল।
গত বছরই তৈরি হয়েছে অযোধ্যা স্টেশন এবং লাগোয়া তিনতলা বাড়ি। সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, স্টেশনে ঘুমিয়ে রয়েছে লোকজন। আবর্জনা ফেলার পাত্র উল্টে পড়ে রয়েছে। তা থেকে ছড়িয়ে রয়েছে আবর্জনা। স্টেশনের বাইরে রাস্তাও ঝাড়পোছ করা হয়নি। অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, স্টেশনে নির্মাণ চলছে। নির্মাণের সামগ্রি ছড়িয়ে রয়েছে একটি অংশে। ফুটব্রিজের ধারে পড়ে রয়েছে জঞ্জাল।
ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সক্রিয় হয় রেল। নর্দার্ন রেলওয়ের লখনউ ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) জানান, ওই স্টেশনের সাফাইয়ের দায়িত্বে থাকা ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট দিয়ে এ কথা জানানো হয়। এর পর পরিচ্ছন্ন স্টেশনের কিছু ছবিও পোস্ট করা হয়। রেলের এই সক্রিয়তার প্রশংসা করে বহু মানুষ পোস্ট করেছেন এক্সে। কেউ আবার লিখেছেন, যাত্রীদেরও পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করা উচিত।