UP Election 2022

UP Election: উত্তরপ্রদেশ: ভোটে দেরি চায় না কেউই

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে গত কাল উত্তরপ্রদেশে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, নির্বাচন কমিশনার রাজীব কুমার ও অনুপ চন্দ্র পাণ্ডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৬:২৫
Share:

ফাইল চিত্র।

ওমিক্রন সংক্রমণের কারণে তৃতীয় ঢেউয়ের ভয় থাকলেও, দেরি না করে বরং ঠিক সময়ে ভোট করানোর দাবিতেই সরব হল উত্তরপ্রদেশের অধিকাংশ রাজনৈতিক দল। সেই সঙ্গে ভোটের আগে সরকারের কাছের লোক বলে পরিচিত উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবিনাশ কুমার অবস্থীকে সরানোর দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস।

Advertisement

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে গত কাল উত্তরপ্রদেশে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, নির্বাচন কমিশনার রাজীব কুমার ও অনুপ চন্দ্র পাণ্ডে। আজ কমিশনের ফুল বেঞ্চ লখনউয়ে সে রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে। কমিশন সূত্রের খবর, সব দলই কার্যত এক সুরে ভোটের জন্য সওয়াল করে। তিন দিনের সফর শেষ করে সাংবাদিক সম্মেলন করবে কমিশন। সূত্রের মতে, কমিশন কোন পথে এগোতে চাইছে, তা স্পষ্ট হয়ে যাবে ওই সাংবাদিক সম্মেলনেই। বিজেপির পক্ষে জেপিএস রাঠৌর আজ কমিশন কর্তাদের সঙ্গে বৈঠক করে নির্দিষ্ট সময়ে ভোট করানোর দাবি করেন। একই দাবি তুলেছন এসপি দলের প্রতিনিধি নরেশ উত্তম পটেল। তবে তিনি ঠিক সময়ে ভোট করানোর সঙ্গে নির্বাচনে কড়া ভাবে কোভিডবিধি পালন করার উপরেও জোর দিয়েছেন। তিনি বলেন, করোনার কারণে ভোট হবে কি হবে না, তা কমিশনের স্পষ্ট করে দেওয়া উচিত। কারণ এ নিয়ে রাজ্যবাসীর মনে প্রবল দ্বিধার সৃষ্টি হয়েছে।

বৈঠকে বিজেপির পক্ষে আজ কমিশনের কাছে তিনটি দাবি রাখা হয়। রাঠৌর বলেন, এক জন ব্যক্তির বারংবার ভোট দেওয়া আটকানোর জন্য কমিশন কর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে বোরখা পরা মহিলাদের যাতে পরীক্ষা করে দেখা হয়, তার জন্য যথেষ্ট সংখ্যায় মহিলা পুলিশ কর্মী মোতায়েন করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া এক পরিবারের সব ভোটারদের যাতে একটি বুথে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় তারও দাবি জানানো হয়েছে। এ ছাড়া করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঘন বসতিপূর্ণ এলাকায় একাধিক পোলিং বুথের দাবি করেছে বিজেপি।

Advertisement

কংগ্রেসের পক্ষ থেকে অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র্) অবিনাশ অবস্থীকে তাঁর পদ থেকে সরানোর জন্য কমিশনের কাছে আবেদন রাখা হয়। কংগ্রেসের অভিযোগ, অবস্থী বিজেপি ঘনিষ্ঠ। কেন্দ্রীয় মন্ত্রীরা কোনও টুইট করলে তিনি তা রিটুইট করেন। তাই আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার আগেই তাঁকে সরানো হোক। আদর্শ আচরণবিধি পালনের উপরে জোর দিয়েছে মায়াবতীর দল বিএসপিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement