অপহৃতের খোঁজে তল্লাশি পুলিশের

অপহরণের ১০ দিন পরও উমরাংশু কপিলি চা বাগান থেকে অপহৃত ম্যানেজার দেবেন্দ্রনাথ তিওয়ারির খোঁজ মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০৩:৪৯
Share:

অপহরণের ১০ দিন পরও উমরাংশু কপিলি চা বাগান থেকে অপহৃত ম্যানেজার দেবেন্দ্রনাথ তিওয়ারির খোঁজ মেলেনি।

Advertisement

৯ এপ্রিল রাতে দেবেন্দ্রবাবুকে তাঁর বাগানের বাংলো থেকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। উমরাংশু পুলিশ ও আসাম রাইফেল্‌স উদ্ধার অভিযান চালালেও তাঁর সন্ধান মেলেনি।

দেবেন্দ্রবাবুকে কারা অপহরণ করেছে, তা নিয়ে পুলিশ এখনও ধন্দে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, অপহরণকারীরা মুক্তিপণের জন্য বাগান ম্যানেজারের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ এ নিয়ে মুখ খুলতে চায়নি। দেবেন্দ্রবাবুর স্ত্রী তাঁকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছেন।

Advertisement

গত ২৭ জানুয়ারি থাইজোয়ারি থেকে ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি মহেন্দ্র কেম্প্রাইয়ের দাদা জীবন কেম্প্রাইকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। অপহরণের আড়াই মাস পরও জীবনবাবুকে উদ্ধার করতে পারেনি ডিমা হাসাও পুলিশ। তারই মধ্যে চা বাগানের ম্যানেজার দেবেন্দ্রবাবুর অপহরণ ডিমা হাসাও জেলায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement