Noida Incident

যাত্রীর মূল্যবান জিনিসের ব্যাগ নিয়ে চম্পট ওলা ড্রাইভারের, এক দিন পর গ্রেফতার করল পুলিশ

বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নয়ডার সেক্টর ৫৩ মেট্রো স্টেশনের কাছে। ভুক্তভোগী মহিলা বাইক থেকে নেমে ভাড়া মেটানোর পরই তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেন ক্যাব বাইক চালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৮:৪০
Share:

প্রতিনিধিমূলক ছবি।

রাতে ওলা ক্যাবের বাইকে চেপে বাড়ি ফিরেছিলেন এক মহিলা। গন্তব্যে নেমে ভাড়া মেটানোর পরই ঘটে বিপত্তি। সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করে পালান বাইক চালক। ঘটনার এক দিন পর বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন তিনি। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নয়ডার সেক্টর ৫৩ মেট্রো স্টেশনের কাছে। ভুক্তভোগী মহিলা বাইক থেকে নেমে ভাড়া মেটানোর পরই তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেন ক্যাব বাইক চালক। সেই ব্যাগে ছিল ওই মহিলার মোবাইল, ল্যাপটপ, টাকা-সহ মূল্যবান জিনিস। ব্যাগ খোয়া যাওয়ার পরেই থানায় গিয়ে অভিযোগ জানান ওই মহিলা।

অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। অভিযোগকারিণীর কাছ থেকে ওলা বাইকের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়। তার পরই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে নয়ডার ৫০ সেক্টরে স্পেকট্রাম মলের কাছে অভিযুক্ত বাইকচালকের খোঁজ পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে তাঁকে ধরতে গেলেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন বাইকচালক। পাল্টা গুলি চালায় পুলিশও। শেষ পর্যন্ত অভিযুক্তের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তিনি বাইক থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে গ্রেফতার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রমোদ সিংহ। মামুরা এলাকায় থাকেন তিনি। আগে থেকেই তাঁর নাম পুলিশের খাতায় ছিল। একাধিক ফৌজাদারি মামলায় অভিযুক্ত ছিলেন প্রমোদ। এমনকি, যে বাইকটি করে তিনি ওলায় কাজ করতেন সেটাও চুরির। এই ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement